রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দিনে সাঁতারে আরও তিনটি রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
দ্বিতীয় দিনে সাঁতারে আরও তিনটি রেকর্ড
সামিউল ইসলাম রাফি

৩৩তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে তিনটি নতুন রেকর্ড হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রম্নপের পৃষ্ঠপোষকতায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেস্নক্সে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় সাঁতার প্রতিযোগিতা। রোববার বাংলাদেশ নৌবাহিনীর প্রতিযোগী সামিউল ইসলাম রাফি করেছেন দু'টি নতুন জাতীয় রেকর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার করেছেন আরও একটি রেকর্ড।

পুরুষ বিভাগের ২০০ মি. ইন্ডিভিজুয়াল মিডলে প্রথম স্থান অর্জন করেন রাফি। তিনি ২০২৩ সালে কাজল মিয়ার করা ০২.১০.৭৭ মিনিটের রেকর্ডটি ভাঙেন। রাফির করা নতুন রেকর্ডটি ০২.০৯.৯৯ মিনিটের। এছাড়াও ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও আলো ছড়িয়েছেন নৌবাহিনীর এই সাঁতারু। এই বিভাগে তিনি ২০২৩ সালে করা নিজের রেকর্ডটিই ভেঙেছেন। ২০২৩ সালে সামিউল ইসলাম রাফির করা জাতীয় রেকর্ডটি ছিল ০২.১১.৮৬ মিনিটের। এবার তিনি ০২.১০.৮৭ মিনিটে নতুন রেকর্ডটি করেছেন। রোববার নারীদের বিভাগেও একটি জাতীয় রেকর্ড হয়েছে। নারীদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ০২.৫১.৩৫ মিনিটে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাতারু রোমানা আক্তার। ২০১৬ সালে এই বিভাগে নিজেই রেকর্ড গড়েছিলেন ০২.৫১.৯০ মিনিটে। এবার সেই রেকর্ডটি ভেঙে নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন রোমানা। দ্বিতীয় দিনে সাঁতারে মোট ১০টি ও ডাইভিংয়ে একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৭ টি স্বর্ণ,১৩ টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ, বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ এবং বিকেএসপি তিনটি ব্রোঞ্জ অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে