রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এনসিএলে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের

ক্রীড়া ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
এনসিএলে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের
এনসিএলে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের

কক্সবাজারের একাডেমি মাঠে সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিনেই। রোববার সেটিকে ডাবলে রূপ দিলেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ডাবল সেঞ্চুরি আসলো সিলেট বিভাগের অধিনায়ক অমিত হাসানের ব্যাটে। তার ক্যারিয়ারের প্রথম ডাবল ছোঁয়ার দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন সতীর্থ আসাদুলস্নাহ গালিব। অমিত থামেন ২১৩ রানে। গালিবের ব্যাট থেকে আসে ১১৫ রান। দুজনের ম্যারাথন ইনিংসে ভর করে সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে খুলনা বিনা উইকেটে ৩ রানে দিন শেষ করে। অমিত ১৮ চার ও ১ ছক্কায় ৪৫৫ বলে ২১৩ রানের ইনিংসটি সাজান। এর আগে তার ক্যারিয়ার সেরা রান ছিল ১৮৬। এবার ডাবল সেঞ্চুরির সুযোগটি হাতছাড়া করেননি। তাকে সঙ্গ দিয়ে গালিব দু্যতি ছড়িয়ে ২৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেন। খুলনার সেরা বোলার হয়েছেন ৪ উইকেট নেওয়া মাহেদী।

কক্সাবাজারের মূল মাঠে সেঞ্চুরির অপেক্ষায় আছেন চট্টগ্রাম বিভাগের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে