আট মাসের বেতন না পাওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তার বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসকে নিয়ে নানাভাবে বিষোদগার করেছিলেন। তবে কিংস কর্তৃপক্ষও চুপ করে বসে নেই। তারাও ২৯ বছর বয়সি তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।
প্রায় চার বছর ধরে কিংসে খেলে রবিনহো দেশের ফুটবলমোদীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার পায়ের জাদুতে মোহিত ছিল সবাই। এবার চুক্তির মেয়াদ থাকাকালীন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মেয়াদ বাড়ানোর দিকে যায়নি কিংস কর্তৃপক্ষ। তবে রবিনহোর দুইদিন আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে মুখ খুলেছেন তারা।
কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, 'রবিনহো বাংলাদেশ ছেড়ে চলে গেছেন জুন মাসে। এরপর আর ক্লাবে আসেননি। এখন কেউ যদি না আসে তাহলে তার বেতন দেব কীভাবে? আমরা তো ওর বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দিতে পারি না। এছাড়া বড় কথা হলো সে আমাদের নিবন্ধনকৃত ফুটবলার। নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। সে এসে তো টুর্নামেন্ট খেলবে। তাও বলার পর আসেনি। ঠিক আছে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়েনি। তাই বলে আগের চুক্তি অনুযায়ী তো যে সময় আছে, সেই পর্যন্ত তো খেলে যাবে। তা-ও করেনি।'
এরপরই এই কর্মকর্তা সরাসরি বলেছেন, 'আমরা তো ওর বিরুদ্ধে প্রয়োজনে ফিফা, এএফসিতে যাব। ও চুক্তিতে থাকাকালে কেন আমাদের ক্লাবে আসেনি, ম্যাচ খেলেনি। পুরো বিষয়টা ফিফার কাছে বিস্তারিত তুলে ধরব। তারপর দেখা যাবে কী হয়।'