মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এটাই হয়তো শেষ ম্যাচ : মোহাম্মদ সালাহ

ক্রীড়া ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এটাই হয়তো শেষ ম্যাচ : মোহাম্মদ সালাহ
এটাই হয়তো শেষ ম্যাচ : মোহাম্মদ সালাহ

আরও একবার মোহাম্মদ সালাহর ম্যাজিক। ম্যানচেস্টারসিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচটাকে বলা হচ্ছিল ১০ ম্যাচের ডেথ রানের শেষ ম্যাচ। সম্ভবত আর্নে স্স্নটের নিজেকে প্রমাণের সবশেষ ম্যাচ। চলতি মৌসুমে শুরু থেকেই ছিলেন উড়ন্ত ছন্দে। কিন্তু নিজেদের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় না পেলে ঠিক সংশয় কাটানো চলে না।

আর্নে স্স্নটের দল সেই সংশয় উড়িয়ে দিয়েছে সিটিজেন্সদের বিপক্ষে ২-০ গোলের দাপুটে এক জয়। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন মোহাম্মদ সালাহ। কোডি গাকপোকে দিয়ে গোল করিয়েছেন। ফাইনাল থার্ডে ভীতি ছড়িয়েছেন বারবার। ম্যাচের শেষদিকে এসে নিজেও পেয়েছেন গোলের দেখা। চলতি মৌসুমে নিজের অবিশ্বাস্য ছন্দটা ধরে রেখেছেন এই ম্যাচে এসেও।

1

২০২৪-২৫ মৌসুমে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ টানা ৬ ম্যাচে করেছেন ৭ গোল। লিগে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে অ্যাসিস্ট আছে ৭টি। কেবল সালাহর এই গোল-অ্যাসিস্ট থেকেই লিভারপুল পেয়েছে মোট ২০ পয়েন্টের দেখা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে সালাহর গোল ১৩টি, গোলে সহায়তা ১১টি।

এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও লিভারপুলে সালাহর সময়টা কাটছে অনিশ্চয়তায়। আগামী মৌসুমে তাকে অ্যানফিল্ডের ক্লাবটিতে দেখা যাবে কিনা, তাও নিশ্চিত নয়। সালাহ নিজেও আরেকবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন খোলাখুলিভাবে।

ম্যাচ শেষ করেই জানিয়েছেন, লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। যদি চুক্তি নবায়ন না হয়, তবে মৌসুম শেষেই হয়তো নতুন ক্লাব খুঁজে নিতে হবে মিশরীয় এই তারকাকে। স্কাই স্পোর্টসকে এই ফরোয়ার্ড বলেছেন, 'এখন পর্যন্ত যা হচ্ছে, সে অনুযায়ী এটাই সিটির বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা শুধু উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং এরপর দেখা যাক কী হয়।'

এ নিয়ে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন সালাহ। এর আগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জিতিয়ে লিভারপুলে নিজের অবস্থা সম্পর্কে বলেছিলেন, 'আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি। কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি, এর চেয়ে অনেক বেশি বাইরে আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে