দুটি ঘটনা দুই মহাদেশে। সেটিও একটি খেলাকে কেন্দ্র করে, ফুটবল ম্যাচ। ভীষণ মারামারি ও দাঙ্গা হয়েছে সমর্থকদের মধ্যে। ইউরোপের জার্মানিতে গত শনিবারে ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘাতের যে ঘটনাটি ঘটেছে, তাতে কেউ মারা যাননি, তবে আহত হওয়ার সংখ্যা অনেক। দুটি ক্লাবের দেওয়া তথ্যমতে, আহত ৭৯ জন। আর আফ্রিকার গিনিতে যে ঘটনা ঘটেছে, সেটি আসলে বর্ণনাতীত। শুধু মৃতের সংখ্যাই 'প্রায় ১০০'!
ফুটবল মাঠে বিভিন্ন ধরনের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃতু্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে গিনির এনজেরেকোরে, সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অন্তত ১০০ জন সমর্থকের মৃতু্য হয়েছে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।
সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার গণমাধ্যমকে জানিয়েছে, হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেজেতে পড়ে আছে। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃতু্য হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য। এছাড়াও মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।