বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এনসিএল টি২০ খেলবেন আজিজুল হাকিম

ক্রীড়া প্রতিবেদক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এনসিএল টি২০ খেলবেন আজিজুল হাকিম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম -ওয়েবসাইট

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ফরম্যাটের পর এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি২০'র। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি২০ টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি২০ খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

এনসিএল টি২০তে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তামিম, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে। আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে স্বীকৃতি পেয়েছে এনসিএল টি২০। টুর্নামেন্টে গ্রম্নপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে