সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঘরের মাঠে ভরাডুবি ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঘরের মাঠে ভরাডুবি ম্যানইউ

এক ম্যাচে জয়, তো পরের ম্যাচেই ছন্দপতন- ম্যানচেস্টার ইউনাইটেডের অধারাবাহিক ফুটবলের ধারাবাহিকতা চলছেই। সেই ধারায় এবার বোর্নমাউথের বিপক্ষে নু্যনতম লড়াইও করতে পারল না হুবেন আমুরির দল। ওল্ড ট্র্যাফোর্ডের চেনা আবহেও নিজেদের মেলে ধরতে পারল না ইউনাইটেড, হেরে গেল ৩-০ গোলে। রোববার রাতে তরুণ ফুটবলার ডিন হাউসেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা। পরে দ্বিতীয়ার্ধে জাস্টিন ক্লুইভার্ট ও এন্টোয়ান সেমেনিওর গোলে জয় নিয়ে ফেরে বোর্নমাউথ।

পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণও বেশি করে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে তারা পুরোপুরি ব্যর্থ। দারুণ এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে এক লাফে পঞ্চম স্থানে উঠেছে বোর্নমাউথ। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এতে ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি নেমে গেছে আরও এক ধাপ, ২৭ পয়েন্ট নিয়ে সাতে আছে তারা।

গত সপ্তাহে লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় পায় ইউনাইটেড। চ্যাম্পিয়নদের বিপক্ষে ওই সাফল্যে পথে ফেরার আশাও জাগায় তারা। তবে চার দিন পর লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে যায় তারা। এবার আরেকবার পেল তেতো স্বাদ। লিগে সপ্তম হারের পর ইউনাইটেড সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।

নিজেদের বিপক্ষে যেকোনো সেট পিস মানেই যেন ইউনাইটেডের জন্য ভয়ঙ্কর বার্তা। অন্তত চলতি মৌসুমে সেটাই বারবার দেখা যাচ্ছে, এদিনও হলো তাই। ২৩তম মিনিটে ডান দিকের সাইডলাইন থেকে ফ্রি কিকে বক্সে ক্রস বাড়ান রায়ান ক্রিস্টি, আর দারুণ হেডে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার হাউসেন। দুই মিনিট পর আবার ইউনাইটেডের রক্ষণে হানা দেয় সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে