সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নতুন বলে আলো ছড়াতে চান সোহাগ গাজী

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বলে আলো ছড়াতে চান সোহাগ গাজী
বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে বোলিংয়ে আলো ছড়াতে চান সোহাগ গাজী -ওয়েবসাইট

চলমান বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন সোহাগ গাজী। দল হিসেবে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই তারা? আসরের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে রাজশাহী। ঢাকার পর্ব শেষ করে সিলেটে মাঠে নামার অপেক্ষায় দলটি। রোববার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন রাজশাহীর ক্রিকেটার সোহাগ গাজী।

সোহাগ গাজীকে প্রায়ই দেখা যায় নতুন বলে ইনিংস শুরু করতে। সংবাদ সম্মেলনেও কথা শুরু হলো সেই প্রসঙ্গ দিয়ে। নতুন বলেই প্রতিপক্ষকে আটকাতে চান অভিজ্ঞ এই স্পিনার, 'আগেও এই কাজগুলোই করেছি আন্তর্জাতিক, বিপিএল, ঘরোয়াতে। নতুন বলে আমার ওপর ওই বিশ্বাসটা আছে বলেই হয়ত আমি নতুন বলে শুরু করি। চেষ্টা থাকবে কালকেও যদি নতুন বল পাই অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানোর।'

নিজের পরিকল্পনাও এই ফাঁকে খানিক বলে রাখলেন সোহাগ, 'বাঁহাতি ব্যাটারদের অফ স্পিন খেলতে একটু সমস্যা থাকে। কিন্তু আমি বলব সবদিকেই স্পিনারদের চ্যালেঞ্জ নেয়া উচিত, বিশেষ করে অফ স্পিনারদের সেটা ডানহাতি হোক বাঁহাতি হোক। ভালো একটা জায়গায় বল করলে বিশ্বের যেকোন ব্যাটারেরই সমস্যা হবে।'

মাঝের ২ বছর বিপিএল খেলেননি সোহাগ। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন পর তাকে দলে নেয় রাজশাহী। এ নিয়ে সোহাগ বলেন, 'ভালো লাগারই কথা, কারণ প্রায় দুই বছর আমি বিপিএল খেলিনি। সেই হিসেবে ধন্যবাদ দিব রাজশাহীর মালিকদের আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। এসে প্রথম মাঠে খেলেছি, অবশ্যই ভালো লাগার মতোই। যদি জিততাম তাহলে আরও ভালো লাগতো। এটা তো ভালো একটা উদ্যোগ ছিল বিসিবির। আমাদের স্থানীয়দের জন্য একটা টুর্নামেন্ট করেছে। এটা আমাদের সহায়তা করেছে, এনসিএল টি২০'র পর অনেক খেলোয়াড়ই অনেক দলে যুক্ত হয়েছে। আমি মনে করি আমার জন্যও এটা কাজে দিয়েছে। এনসিএল টি২০ দেখার পর হয়ত মনে করেছে আমাকে দরকার আছে দলে। আমি বলব এটা ভালো উদ্যোগ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে