২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে আইসিসি। ২০১৯ু২১ সালের উদ্বোধনী চক্রে ফাইনাল খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে কিউইরা ভারতের শিরোপাস্বপ্ন ভেস্তে দিয়েছিল। প্রথম আসরে শিরোপা হারানোর ক্ষত সারাতে ২০২১-২৩ চক্রে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে রোহিত-কোহলিরা। সেবারও তাদের হারের তিক্ত স্বাদ দেয় অজিরা। একই দলের বিপক্ষে রোববার সিডনি টেস্টে ৬ উইকেটে হেরে এবারও ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত।
ভারত-অস্ট্রেলিয়ার দেড়মাসব্যাপী বোর্ডার-গাভাস্কার সিরিজ রোববার শেষ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দীর্ঘ ১০ বছর পর যেখানে ভারতের বিপক্ষে অজিবাহিনী টেস্ট সিরিজ জিতেছে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে রোববার ভারত লক্ষ্য দিয়েছিল ১৬২ রানের। মাত্র ২৭ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ৩-১ ব্যবধানে জিতে ২০১৪-১৫ মৌসুমের পর প্রথম বোর্ডার-গাভাস্কার সিরিজ গেল অজিদের পকেটে। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় আসরের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।
ইনজুরির কারণে খেলতে পারলেন না জাসপ্রিত বুমরাহ। তাতেই যেন সিডনি টেস্টের ভাগ্য লেখা হয়ে গেলো! রোববার রোমাঞ্চকর পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ২০১৪-১৫ মৌসুম পর বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তাতে নিশ্চিত হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৬ উইকেটে ১৪১ রানে রোববার সিডনি টেস্টে তৃতীয় দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস স্থায়ী হয়নি বেশিক্ষণ। লাঞ্চের আগে ৪৫ মিনিটেই গুটিয়ে যায় তারা। তাদের ১৫৭ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন পেসার স্কট বোল্যান্ড। আগের দিনের সঙ্গে আর ১৬ রান যোগ করতে পারে ভারত। এই ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নেন বোল্যান্ড। পুরো ম্যাচে নিয়েছেন ১০টি।
স্বাগতিক দলের সামনে ১৬২ রানের লক্ষ্য দাঁড়ালে সেটা চায়ের আগেই ছুঁয়ে ফেলেছে অজি দল। অবশ্য বুমরার অনুপস্থিতি ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে। বিশেষ করে লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার তিন উইকেট নিতে পারলেও তার পর কাঙ্িক্ষত চাপটাই তৈরি করতে পারেনি সফরকারী দল। ফিরে যান স্যাম কনস্টাস (২২), মার্নাস লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথ (৪)। স্মিথতো এক রানের জন্য ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। তবে একপ্রান্তে প্রতিরোধ গড়ে ম্যাচটা নিজেদের করে নেওয়ার ভিত গড়তে থাকেন উসখান খাজা। শুরু থেকে ব্যাট করে খেলেছেন ৪১ রানের ইনিংস। তার আউটের পর বাকিটা সময় দলকে টেনে নেন ট্রাভিস হেড (৩৪*) ও বো ওয়েবস্টার (৩৯*)।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৮৫ (পান্ত ৪০, জাদেজা ২৬; বোল্যান্ড ৪/৩১) ও ১৫৭ (পান্ত ৬১, জয়সওয়াল ২২; বোল্যান্ড ৬/৪৫)
অস্ট্রেলিয়া ১৮১ (ওয়েবস্টার ৫৭,স্মিথ ৩৩; প্রসিদ্ধ ৩/৪২, সিরাজ ৩/৫১) ও ১৬২/৪, লক্ষ্য ১৬২ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; প্রসিদ্ধ ৩/৬৫)
ফল:অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
সিরিজ:অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: স্কট বোল্যান্ড
সিরিজসেরা:জাসপ্রিত বুমরাহ।