সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে বাংলাদেশের ৮ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে বাংলাদেশের ৮ ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগের (পিএলএল) ড্রাফটে নাম আছে মুস্তাফিজ ও সাকিবের

পাকিস্তান সুপার লিগের (পিএলএল) ড্রাফটে নাম ছিল বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। প্রায় জনা ত্রিশেক খেলোয়াড় ছিলেন প্রাথমিক তালিকায়। এবারে পিএসএল কর্তৃপক্ষ প্রকাশ করেছে সংক্ষিপ্ত এক তালিকা। যেখানে নাম এসেছে সেরা দুই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের নাম। পস্নাটিনাম এবং গোল্ড নামের সেই দুই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটের ৮ তারকা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম জমা দেওয়ার কথা আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারে জানা গেল এই দুজনের সঙ্গী হচ্ছে বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার। তবে এই আটজনের নাম থাকছে সেরা দুই ক্যাটাগরিতে।

নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল পেস্নয়ার্স ড্রাফটে পস্নাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউলস্নাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। বাকি ক্রিকেটাররা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে। বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএলের পেস্নয়ার্স ড্রাফটে।

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের পেস্নয়ার্স ড্রাফট। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গস্নাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে