রংপুর স্টেডিয়ামে সোমবার ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ান ও ২০২৪ সালে গেস্নাবাল সুপার লিগের ট্রফি প্রদর্শন করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক সমর্থক উলস্নাসে মেতে উঠেন। এসময় ট্রফি সঙ্গে নিয়ে আসা রাইডার্সের খোলায়াড়রদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
দুপুর ১ টার দিকে রংপুর নগরীতে ট্রফি শোভাযাত্রা করা হয়। ২ টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে খেলোয়াড়দের সাথে সমর্থকদের মিট অ্যান্ড গ্রিট সেশন আয়োজন করা হয়। এসময় ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পেয়েছেন সমর্থকরা। বিকাল ৩ টার দিকে রংপুর স্টেডিয়ামে জনপ্রিয় ভ্যান্ড এভয়েড রাফার ব্যান্ড সঙ্গীত শিল্পী দোলা গানা পরিবেশনের মাধ্যমে কনসার্র্ট অনুষ্ঠিত হয়।
কোচ আশরাফুল ইসলাম, অধিনায়ক নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, নাািহদ রানা, খুশ দিলশা, টেইলররা উপস্থিত ছিলেন।