রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শ্রীলংকায় সেমিফাইনালে বাংলাদেশের কাব্য

ক্রীড়া প্রতিবেদক
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীলংকায় সেমিফাইনালে বাংলাদেশের কাব্য
শ্রীলংকায় সেমিফাইনালে বাংলাদেশের কাব্য

এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপসে দ্বিতীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জিতেছেন কাব্য গায়েন। বাংলাদেশের এই টেনিস খেলোয়াড় সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। মঙ্গলবার শ্রীলংকার কলম্বোতে প্রতিযোগিতার বালক এককের কোয়ার্টার ফাইনালে কাব্য ৩-৬, ৬-৩, ৬-২ গেমে প্রতিপক্ষ শ্রীলংকার পেইরিস পাত্তিয়াজকে হারিয়েছেন।

কাব্য সাফল্য পেলেও বাংলাদেশের অন্য দুজন জিততে পারেননি। বালক এককের অপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মো. আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ান এবং বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলংকার আনায়া জোয়ানির কাছে হেরে বিদায় নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে