ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার বিমান ও স্থল অভিযানে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, বহু আহত। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এছাড়া জেইতুন পাড়ায় এক আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। হতাহতদের আল-আহলি হাসপাতালে নেয়া হয়েছে।
বেসামরিক মানুষের দুর্দশা: যেহেতু আক্রমণগুলো আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হচ্ছে, তাই বেসামরিক নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার হার অনেক বেশি। এখন পর্যন্ত পালানোর কোনো সুরক্ষিত পথ বা নিরাপদ জোন নেই, বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই ঘটনায় এখনো কোনও আন্তর্জাতিক তৎপরতা বা যুদ্ধবিরতির লক্ষণ দেখা যাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক এলাকায় লাগাতার হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও পরিস্থিতির উন্নতির কোনও ইঙ্গিত নেই।