শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস

ক্রীড়া ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস

নতুন রানী পেল অস্ট্রেলিয়ান ওপেন। মেয়েদের ফাইনালে শনিবার ফেবারিট আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাডিসন কিস। যুক্তরাষ্ট্রের নারী খেলোয়াড় ১৪ বছরের চেষ্টায় অবশেষ জিতলেন গ্র্যান্ড স্স্নাম একক।

২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে শেষে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারানো কিস ছিলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ১৯তম বাছাই। সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ইগা সিওনতেককে হারিয়ে ফাইনালে ওঠা ২৯ বছর বয়সী কিস প্রথম সেটটি জিতে ৬-৩ গেমে। টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান। কিসকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিকের স্বপ্নে রং চড়ান সাবালেঙ্কা। তবে রোমাঞ্চকর তৃতীয় সেট শেষে শেষ হাসিটা হাসলেন কিসই। শেষ পয়েন্টটা পেয়েই মুখ ঢেকে ফেলা কিস একটু পরেই ছুটে গেলেন স্বামী বিওর্ন ফ্রাতাঞ্জেলোর কাছে। ২০২৩ সালে যিনি কিনা আবার কিসের কোচও।

অস্ট্রেলিয়ান ওপেনে ১৯তম বাছাই হলেও ডবস্নম্নটিএর্ যাঙ্কিংয়ে কিস বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড়। সেই কিস এর আগে একবারই কোনো গ্র্যান্ড স্স্নামের ফাইনালে উঠতে পেরেছিলেন। সেটি ২০১৭ সালের ইউএস ওপেনে। ঘরের মাঠে স্বদেশি স্স্নোন স্টিভেন্সের কাছে হেরে গিয়েছিলেন কিস।

সেমিফাইনালে দ্বিতীয় বাছাই, ফাইনালে শীর্ষ বাছাই শির্কাত২০০৫ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ দুই বাছাইকে হারানোর কীর্তি গড়লেন কিস। তাতে মার্টিনা হিঙ্গিসের কীর্তি ছোঁয়ার সুযোগ হারালেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে সর্বশেষ হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন সুইস তারকা হিঙ্গিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে