শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হ্যাটট্রিকে রেকর্ড গড়েছেন নোমান

ক্রীড়া ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
হ্যাটট্রিকে রেকর্ড গড়েছেন নোমান
হ্যাটট্রিকে রেকর্ড গড়েছেন নোমান

ব্যাটের সামনে ওৎ পেতে থাকা বাবর আজম ক্যাচটা নিয়েই বসেই থাকলেন। একাই। উইকেটকিপারসহ আশপাশের সব ফিল্ডার ছুটলেন বোলিং প্রান্তে নোমান আলীর দিকে। উচ্ছ্বসিত ও উলস্নসিত নোমানও ছোটখাটো এক দৌড় শেষ করে বাতাসে ঘুষি ছাড়লেন। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এমন কিছু যে আগে ঘটেনি।

কেভিন সিনক্লেয়ারের ব্যাট হয়ে বাবরের ওই ক্যাচেই টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন নোমান। শনিবার মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে এ ঘটনা ঘটেছে।

সিনক্লেয়ারকে শর্ট ফরোয়ার্ডে ক্যাচে পরিণত করার আগের দুই বলে জাস্টিন গ্রিভসকে বাবরের ক্যাচ ও তেভিন ইমলাচকে এলবিডবিস্নউতে আউট করেছেন নোমান। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। তবে আগের পাঁচটিই ছিল পেসারদের। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনাররা হ্যাটট্রিকই পেলেন মাত্র তৃতীয়বার।

১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি হ্যাটট্রিক করেন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে।

শনিবারের আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিক দেখা গিয়েছিল ২০২০ সালে। করোনা মহামারির আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেন নাসিম শাহ। পাকিস্তানের পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুটি ওয়াসিম আকরামের। দুটিই ১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ মার্চ লাহোরের পর ১৪ মার্চ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হ্যাটট্রিক করেন আকরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে