দেশের হয়ে টি২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে আলো ছড়িয়েই যাচ্ছেন সিকান্দার রাজা। পরপর দুই বছর এই সংস্করণের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। রাজাসহ ২০২৩ সালের সেরা দল থেকে এবার আছেন চারজন। টি২০ বিশ্বকাপ জেতা ভারত থেকে ২০২৪ সালের সেরা দলে আছেন সর্বোচ্চ চারজন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে রাখা হয়েছে একজন করে ক্রিকেটার। তবে ছেলে-মেয়েদের কোনো একাদশেই নেই বাংলাদেশের কেউ।
রাজার পাশাপাশি গত বছরের সেরা দল থেকে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ভারতের আর্শদিপ সিং। গত বছর জিম্বাবুয়ের হয়ে ২৪ টি২০ খেলেন রাজা। ২৮.৬৫ গড়ে করেন ৫৭৩ রান। ক্যারিয়ার সেরা ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি এই বছরই, আগামী টি২০ বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে।
পাশাপাশি স্পিন বোলিংয়ে নেন ২৪ উইকেট। রুয়ান্ডার বিপক্ষে গত অক্টোবরে ১৮ রানে ৫ উইকেট নেন তিনি, যা টি২০তে তার সেরা বোলিং। টানা তৃতীয় বছর টি২০'র সেরা ক্রিকেটারের লড়াইয়েও আছেন রাজা। একাদশের অধিনায়ক ও ওপেনার ভারতের রোহিত শার্মা। গত বছর তার নেতৃত্বে নিজেদের দ্বিতীয় টি২০ বিশ্বকাপ জিতেছিল এশিয়ার দলটি। এরপরই আন্তর্জাতিক টি২০কে বিদায় বলে দেন তারকা ব্যাটসম্যান।
আইসিসি বর্ষসেরা পুরুষ টি২০ একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক) (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক) (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদিপ সিং (ভারত)।