শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সিনার

ক্রীড়া ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সিনার
অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সিনার

ইয়ানিক সির্নাতপ্রথম ইতালীয় খেলোয়াড় হিসেবে গত বছর জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর বিদায় নিলেও নিজের চেনা ছন্দেই আছেন এই তরুণ তারকা। কোয়ার্টার, সেমিতে সরাসরি সেটে জয় পাওয়া সিনার ফাইনালেও ধরে রাখলেন আধিপত্য।

শিরোপা লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে মেলে ধরলেন ইয়ানিক সিনার। আলেক্সান্দার স্ফেরেফকে তেমন কোনো সুযোগই দিলেন না তিনি। সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন ইতালিয়ান তারকা।

প্রথম গ্র্যান্ড স্স্ন্যাম শিরোপার হাতছানিতে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার নেমে স্ফেরেফ যা একটু লড়াই করতে পারে দ্বিতীয় সেটে; কিন্তু সিনারের গতি আর ছন্দের সঙ্গে পেরে ওঠেননি তিনি। পুরুষ এককের ফাইনালে দুই ঘণ্টা ৪২ মিনিটে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে ট্রফি নিশ্চিত করেন ২৩ বছর বয়সি সিনার। টানা দুবার অস্ট্রেলীয় ওপেন জিতে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের মতো কিংবদন্তিদের নজিরও ছুঁয়ে ফেললেন বিশ্বের এক নম্বর তারকা সিনার।

ইয়ানিক সিনার গ্র্যান্ড স্স্নামে প্রথম দুটি ফাইনাল খেলেন গত বছর। জিতেছেন দুটিই্তদানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন আর টেলর ফ্রিটজকে হারিয়ে ইউএস ওপেন। রোববার ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্স্নাম ফাইনাল খেললেন, আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়ে জিতলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও।

গ্র্যান্ড স্স্নামে প্রথম তিন ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয়্তএটা যেমন হ্যাটট্রিক, সিনার হ্যাটট্রিক করেছেন আরেক দিন থেকেও; হার্ড কোর্টের গ্র্যান্ড স্স্নামে এটি তাঁর টানা তৃতীয় শিরোপা। হ্যাটট্রিক এক দিক থেকে করেছেন জভেরেভও। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্স্নামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।

ইতালির ২৩ বছর বয়সি তারকা সিনার টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্স্নামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটিতেই জিতলেন। এদিক থেকে সবচেয়ে এগিয়ে কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্র্যান্ড স্স্নামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন।

এই তালিকায় ফেদেরারের পরের নামটি কার্লোস আলকারাজের। গ্র্যান্ড স্স্নামে ক্যারিয়ারের প্রথম চারটি ফাইনাল উঠে চারটিতেই শিরোপা জিতেছেন। জিমি কনর্স, বিওর্ন বোর্গ, স্টেফান এডবার্গ, গুস্তাভো কুয়ের্তেন, স্তানিস্স্নাস ভাভরিঙ্কারা ক্যরিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্স্নাম ফাইনালে জিতেছেন।

সিনারের কীর্তিগাথার শেষ এখানেই নয়। ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্স্নাম শিরোপা জিতেছেন তিনি। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্স্নাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। মেলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছেন আন্দ্রে আগাসি, ফেদেরার ও নোভাক জোকোভিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে