শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাকপোর জোড়া গোলে জিতল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাকপোর জোড়া গোলে জিতল লিভারপুল

ম্যানইউ ও চেলসির বিপক্ষে চমক দেখানো ইপসউইচ টাউন বিধ্বস্ত হলো লিভারপুলের মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে অ্যানফিল্ডে ৪-১ গোলে তাদেরকে হারিয়েছে অলরেডরা। আর্নে স্স্নটের দল দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শক্ত অবস্থান নিয়েছে।

কডি গাকপো করেছেন জোড়া গোল এবং বানিয়ে দিয়েছেন একটি। এই জয়ে লিভারপুল ৫৩ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলে আর্সেনালের (৪৭) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। ডমিনিক সোবোসলাই ১১তম মিনিটে গোলমুখ খোলেন। বক্সের ঠিক বাইরে থাকে খুঁজে পান ইব্রাহিমা কোনাটে। হাঙ্গেরিয়ান মিডফিল্ডার কাট ব্যাক করে বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ডানদিক দিয়ে নিচু শটে জাল কাঁপান। ৩৫তম মিনিটে মোহাম্মদ সালাহ লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন। গাকপোর ক্রসে ব্যাকপোস্ট থেকে আড়াআড়ি শটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে