বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার মাঠে নামার আগে দুঃসংবাদ দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। চোট নিয়ে দেশে ফিরে গেছেন দলটির ইংলিশ পেসার রিস টপলি।
শনিবার রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে টপলির ছিটকে যাওয়ার কথা জানায় সিলেট। সেখানে বলা হয়, ডান হাঁটুতে হাইপারএক্সটেনশন ইনজুরি আছে টপলির। তাছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির পাশাপাশি গ্রোয়িনেও ব্যথা অনুভব করছেন। তাই শনিবার রাতেই দেশে ফিরে গেছেন তিনি।
৩০ বছর বয়সি ইংল্যান্ডের এই পেসার এবারই প্রথম বিপিএল খেলতে এসেছিলেন। ৭ ম্যাচে নিতে পেরেছেন ৪ উইকেট। তার ছিটকে যাওয়া সিলেটকে আরও চাপে ফেলেছে। তাদের আক্রমণের ভরসা পেসার তানজিম হাসানও চোটে রয়েছেন।