বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে ছোটদের প্রতিশোধ

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে ছোটদের প্রতিশোধ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মঙ্গলবার আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট পাওয়ার পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

বড় হার দিয়ে মঙ্গলবারের সকালটা শুরু হয়। সেন্ট কিটসে টি২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী জাতীয় দলকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৮ উইকেটে। এর প্রতিশোধটাই যেন নিল অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে তারা। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৫৪ রান বাংলাদেশের মেয়েরা টপকে গেছে ৮.৫ ওভারে। বিশ্বকাপ থেকে বাংলাদেশ আগেই ছিটকে গেছে। এরপরও এই জয়টি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আর টুর্নামেন্টে বাংলাদেশ দল একেবারে খারাপও করেনি। সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। এর আগে হারিয়েছে নেপাল ও স্কটল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের বড় পরাজয়ের খবর দিয়ে মঙ্গলবার শুরু হয়েছিল দিন। তবে হতাশ করেনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। ব্যাটে-বলে তারা পর্যদুস্ত করেছে ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি ওমেন্স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স পর্বে প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পরই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে এমন জয়ে শেষটা অন্তত ভালোভাবে করতে পারল তারা। কুয়ালা লামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয় বোলাররা। নতুন বলে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ানদর বড় স্কোরের সম্ভাবনা শেষ করে দেন অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। ক্যারিবিয়ান অধিনায়ক সামারা রামনাথ ৭ বলে শূন্য করে বড় শটের চেষ্টায় ধরা পড়েন লং অনে। আরেক ওপেনার আসাবি ক্যালেন্ডার ছক্কার চেষ্টায় আউট হন মিড উইকেট সীমানায়। এক দফায় হাত ফসকে গেলেও বল মুঠোয় জমান জান্নাতুল মাওয়া। নতুন ব্যাটসম্যান জাহজারা ক্ল্যাক্সটন বুঝতেই পারেননি নিশিতার ডেলিভারি। বোল্ড হয়ে যান তিনি প্রথম বলেই। লেগ স্পিনার আনিসা আক্তার সোবা আক্রমণে এসে প্রথম বলেই বোল্ড করে দেন ব্রিয়ানা হারিচারানকে। পরে তার বলেই পুল করার চেষ্টায় বোল্ড হন আবিগাইল ব্রাইস। ছয়ে নেমে ২৩ বলে ১৬ রান করে দলকে কোনোরকমে পঞ্চাশ পার করান আমিৃতা রামতাহাল। বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা, এই লক্ষ্য তাড়া করা নিয়েও সংশয়ের জায়গা ছিল। তবে এ দিন আর ব্যাটিং ভোগায়নি দলকে। বরং উদ্বোধনী জুটিই দলকে জিতিয়ে দেয় ২৫ বল বাকি রেখে। টুর্নামেন্টে প্রথমবার ওপেন করে ২৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন কিপার-ব্যাটসম্যান জুয়াইরিয়া ফেরদৌস। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ১৩ ওভারে ৫৪/৬ (রামতাহাল ১৬*, কাম্বার ব্যাচ ১৩, ক্যালেন্ডার ১১; নিশিতা ৩-০-১১-৩, ফারজানা ৩-০-১৪-০, হাবিবা ২-০-৮-০, আনিসা ৩-০-১৩-২, জান্নাতুল ২-০-৬-১)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৮.৫ ওভারে ৫৫/০ (ছোঁয়া ১৪*, জুয়াইরিয়া ২৫*)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী। ম্যাচসেরা: নিশিতা আক্তার নিশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে