নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে দেড়শোর কাছাকাছি পুঁজি পেয়েছিল বাংলাদেশ নারী জাতীয় দল। টি২০তে ব্যাটিং উইকেটে এই পুঁজি নিয়ে যে লড়াই করা যায় না তা সফরকারী বাংলাদেশকে দেখিয়ে দিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউসের ও দারেন্দ্রা ডটিনের ব্যাটে হেসেখেলে জিতল তারা।
সেন্ট কিটসে মঙ্গলবার সকালে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। আগে ব্যাটিং বেছে জ্যোতির ৪০ বলে ৫৩ ও সুপ্তার ৪১ বলে ৩৭ রানে ভর করে বাংলাদেশ করতে পারে ১৪৪ রান। ১৯ বল আগে স্রেফ ২ উইকেট হারিয়ে ওই রান পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি২০তে ভালো শুরুর আশায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেখানেও শুরুটা হয়েছে হতাশায়। মঙ্গলবার সেন্ট কিটসের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ হারে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানারা। টি২০তে সেই দুঃখ ভুলতে ব্যাটিংটা একেবারে খারাপ ছিল না সফরকারীদের।
যদিও সেটা টি২০ সুলভ ছিল না। শুরুতে টস জিতে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। ওপেনার দিলারা আক্তার ১২ রান করলেও মূলত ইনিংস গড়তে ভূমিকা রাখে তিনটি ইনিসং। আরেক ওপেনার সোবহানা মোস্তারি ২১ বলে ২২ রান করেছেন। শারমিন আক্তার ৪১ বলে ৩৭ ও অধিনায়ক নিগার সুলতানা তুলে নেন হাফসেঞ্চুরি। নিগার সুলতানার ব্যাটেই ঝড় ছিল কিছুটা। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যাথুজ ও অ্যাফি ফ্লেচার।
জবাবে বাংলাদেশের পুঁজিটাকে একেবারে মামুলি বানিয়ে ছাড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিতেই ৮.৩ ওভারে তারা তুলে ৬৩ রান। কিয়ানা জোসেফকে (২৯) ফিরিয়ে সেই জুটি ভাঙেন ফাহিমা। দ্রম্নত শেমাইন ক্যাম্পবেলকে (৩) আউট করা গেলেও তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ডিয়েন্ড্রা ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুজ একটু রয়ে সয়ে খেলে ৫৪ বলে ৬০ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৭টি চারের মার।