গত বছরের নভেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছিল। প্রায় আড়াই মাস পর মঙ্গলবার আরও ৭টি ফেডারেশনের কমিটি প্রকাশ করা হলো। ফেডারেশনগুলো হলো সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন।
সাঁতার ফেডারেশনের সভাপতি বাংলাদেশ নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, টেবিল টেনিসের সভাপতি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এমএইচ জামান ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ, ভলিবল ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী ফারুক হাসান ও সাধারণ সম্পাদক জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক বিমল ঘোষ বুলু।
কারাতে ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী শাহজাদা আলম ও সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, ভারোত্তোলনের সভাপতি প্রাক্তন খেলোয়াড় ও অভিজ্ঞ সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব) ও সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম চৌধুরী, শরীরগঠন ফেডারেশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ডাক্তার এম কামরুজ্জামান এবং পেন্সিং ফেডারেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী বসুনিয়া এম আশিকুল ইসলাম।
উলেস্নখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সংস্কার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটির সুপারিশের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ পর্যালোচনা করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ করে। জাতীয় ক্রীড়া পরিষদ এখন পর্যন্ত ১৬ টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। বাকি ৩৭ কমিটি কবে নাগাদ প্রকাশ হবে, সেটা এখনও জানা যায়নি।