সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মাহমুদউলস্নাহকে নিয়ে আকরাম-ওয়াকারের কৌতূহল

ক্রীড়া ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাহমুদউলস্নাহকে নিয়ে আকরাম-ওয়াকারের কৌতূহল
মাহমুদউলস্নাহকে নিয়ে আকরাম-ওয়াকারের কৌতূহল

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশ দেখে অবাক হয়েছেন অনেকেই। বিশেষ করে নাহিদ রানাকে না খেলানোয় বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয়রা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের কৌতূহল মাহমুদউলস্নাহকে নিয়ে।

৩৯ বছর বয়সি এই অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন না বাংলাদেশ দলে। এ নিয়ে আকরাম-ইউনিস বলেছেন, মাহমুদউলস্নাহর মতো সিনিয়র ক্রিকেটারদের দলে রাখলে একাদশেও রাখা উচিত। যদিও তারা যে ভাবনা থেকে এমন মন্তব্য করেছেন, বাস্তবতা ছিল তার উল্টো।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত ম্যাচের পর 'ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম' অনুষ্ঠানের বিশেষজ্ঞ বিশ্লেষণে অংশ নেন পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলিং জুটি আকরাম ও ইউনুস। ম্যাচের বিভিন্ন পর্যায় ও বিভিন্ন খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে একটা সময় আকরাম বলেন, 'আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই। বাংলাদেশ দলে মাহমুদউলস্নাহ আছে। ৩৯ বছর বয়স, ভালো খেলোয়াড়। যদিও সম্প্রতি তাঁকে খেলতে দেখিনি। আজ (বৃহস্পতিবার) তাকে খেলানো হয়নি। আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয়, তাহলে ম্যাচেও খেলানো উচিত। নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয়।'

আকরামের কথা সমর্থন করে পাকিস্তান দলে তার পেস-বোলিং সঙ্গী ইউনুসও একই মন্তব্য করেন, 'তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে, সাদা বলের ক্রিকেট তাদেরই খেলা। মাহমুদউলস্নাহর বিষয়ে ঠিকই বলেছেন। একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকাই নাই।'

আকরাম-ইউনুসের কথায় বোঝা যায়, মাহমুদউলস্নাহকে ফর্ম বা দলের সমন্বয়ের কারণে বাদ দেওয়া হয়েছে বলে ধরে নিয়েছেন তারা। তবে বিষয়টা তার উল্টো। ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর পর বাংলাদেশ দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল, দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউলস্নাহর। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে ভারতের বিপক্ষে খেলেননি।

এমনিতে ফর্মের কারণে মাহমুদউলস্নাহকে বাদ দেওয়ার কারণও নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন ওয়ানডের সেই সিরিজে মাহমুদউলস্নাহর ইনিংস ছিল যথাক্রমে ৫০ *, ৬২ ও ৮৪ *। তবে আকরাম ও ইউনিসের মন্তব্যের সুরটা অন্য-সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা হলে একাদশেও রাখা উচিত। খেলানো না হলে দলে তরুণ কাউকে সুযোগ দেওয়া ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে