শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুবাই পৌঁছেছেন আফঈদা-রিপারা

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দুবাই পৌঁছেছেন আফঈদা-রিপারা

দুই প্রীতি ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। হাতে সময় একেবারেই কম থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতি নেমে পড়বে বল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুধবারই প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত অক্টোবরে উইমেন'স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফিরবে মেয়েরা। দ্বিতীয় প্রীতি ম্যাচ ২ মার্চ।

প্রথম প্রীতি ম্যাচের আগে দুবাইয়ে প্রস্তুতি নেওয়ার সময় হিসেবে কেবল মঙ্গলবারই পাচ্ছেন পিটার জেমস বাটলার। সন্ধ্যায় নেমে পড়বেন কাজে। এমনটাই সংবাদ মাধ্যমকে জানালেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ,' লম্বা ভ্রমণ শেষে নিরাপদে পৌঁছেছি। সবাই ভালো আছে। এখন বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুশীলন করব আমরা।'

দুবাইয়ের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মত হওয়ায় মানিয়ে নেওয়ায় ক্ষেত্রে সমস্যা দেখছেন না গোলরক্ষক কোচ মাসুদ আহম্মাদ উজ্জ্বল,' এখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। মানিয়ে নেওয়াটা কঠিন হবে না। মেয়েরা সবাই সুস্থ ও হাসিখুশি আছে। আশা করি, কন্ডিশনের প্রভাব তাদের খেলায় পড়বে না।'

'বিদ্রোহী' ১৮ জনকে ছাড়াই দুবাই মিশনে গেছে বাংলাদেশ। এই প্রথম সিনিয়র টিমের নেতৃত্ব দিবেন আফঈদা খন্দকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে