রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মুশফিকের অবসরে আবেগী বার্তা স্ত্রীর

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
মুশফিকের অবসরে আবেগী বার্তা স্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের বিদায়ের পর আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক পোস্টে মন্ডি লেখেন, 'আলহামদুলিলস্নাহ, অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল আলহামদুলিলস্নাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি!'

তিনি আরও লেখেন, 'তুমি (মুশফিক) কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিলস্নাহ, আলহামদুলিলস্নাহ... তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ (ছেলে) তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক। তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে