রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অবসরে যাচ্ছেন আমির খান

তারার মেলা ডেস্ক
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
অবসরে যাচ্ছেন আমির খান
অবসরে যাচ্ছেন আমির খান

আমির খান একাধারে তিনি অভিনেতা ও পরিচালক। তাকে বলিউডের 'প্রোমোশন গুরু' বলা হয়ে থাকে। সিনেমাকে কীভাবে দর্শকদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেটা আমির খান একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরে বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্টের বাজার মন্দা যাচ্ছে!

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো 'চ্যাপ্টার-২' এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এ পর্বে অতিথি ছিলেন আমির খান। সেখানে যেমন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান ও সালমান খানের থেকে তাকে দেখতে ভালো কিনা, সে প্রসঙ্গেও কথা বলেছেন আমির খান। আর তখনই উঠে আসে সিনেমা থেকে অবসর নেওয়ার বিষয়।

কথা প্রসঙ্গে আমির খান বলেন, 'আমাকে এবার ছবি থেকে সরতে হবে।' অভিনেতার এমন মন্তব্য শুনে রিয়া বলেন, 'মিথ্যে কথা।' কিন্তু আমির বলেন, 'আমি সত্যি বলছি।' আমিরের এ মন্তব্যে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, আমির কেন হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন? এদিকে, কয়েকদিন আগে আমিরপুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বাবার মন এখন অবসরের দিকে। জুনায়েদ বলেন, 'বাবা আমাকে বারবার বলেন, 'আমি তো অবসর নিচ্ছি, তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।' তাহলে কি এবার চলচ্চিত্র থেকে আসলেই বিদায় নিতে চাইছেন আমির খান! এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই।

নায়ক হিসেবে আমির খানের আবির্ভাব ঘটে ১৯৮৮ সালে নির্মিত বিখ্যাত চলচ্চিত্র 'কেয়ামত থেকে কেয়ামত' ছবিতে জুহি চাওলার বিপরীতে। সময়ের পরিক্রমায় আমির নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডে তিন খানের রাজ্যের অন্যতম এক খান হিসেবে। তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তার মধ্যে 'মন', 'গোলাম', 'রাজা হিন্দুস্থানী', 'লগন', 'রঙ দে বাসন্তী', 'ফানা', 'থ্রি ইডিয়টস', 'গজনি', 'পিকে', 'দঙ্গল' উলেস্নখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে