সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
র‍্যাবের যৌথ অভিযান

চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসমী গ্রেফতার

খুলনা অ‌ফিস
  ১১ মে ২০২৫, ১৬:২৩
আপডেট  : ১১ মে ২০২৫, ১৬:৪১
চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসমী গ্রেফতার
ডাকাতি ও অস্ত্র মামলার আসামী। ছবি: যায়যায়দিন

খুলনা র‌্যাব-৬, খুলনা এবং র‌্যাব-১০, ঢাকার যৌথ অভিযানে কেএমপি খুলনা হতে চাঞ্চল্যকর ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহানামীয় আসামি গ্রেফতার করে।

র‌্যাব জানায় খুনী, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা র্অজন করতে সক্ষম হয়েছে।

ঘটনা পর্যালোচনায় জানা যায় যে, গত ১৮/০৮/২০২৪ খ্রিঃ অনুমান ০১.২০ ঘটিকার সময় বাড়ির লোহার গেট ভাঙ্গার শব্দ পেয়ে মামলার বাদী (ভিকটিম) এর ঘুম ভেঙ্গে যায় এবং বিদ্যুৎ এর আলোতে দেখতে পায় মুখে গামছা পেচানো ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করছে।

তিনি কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল ওড়না দিয়ে স্ত্রী, সন্তান এর হাত, পা ও চোখ বেধে ফেলে এবং প্রায় ৮ লাখ টাকার বেশী মূল্যের মালামাল নিয়ে যায়।

পরবর্তীতে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় ১টি পাইপগান এবং কার্তুজসহ ১টি একনলা বন্দুক উদ্ধারপূর্বক একজন ডাকাতকে আটক করে।

উক্ত আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের নামে নড়াইল জেলার কালিয়া থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর হতে মামলার অন্যান্য আসামিগণ দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে, পলাতক আসামি সাদ্দাম চৌধুরীসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, সদর কোম্পানি এবং র‌্যাব-১০, সিপিএসসি ঢাকার যৌথ আভিযানিক দল গোয়ন্দো নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখে।

এরই ধারাবাহিকতায় ১০ মে ২০২৫ ইং তারিখ, র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনা এবং র‌্যাব-১০, সিপিএসসি ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানাধীন রেলস্টেশন রোড, কদমতলী, এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় আসামি সাদ্দাম চৌধুরী (৩০), পিতা-মফজেল ওরফে মো. তাজু চৌধুরী, সাং- কলাবাড়িয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে