শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পিছিয়ে গেল অক্ষয়ের নতুন সিনেমা মুক্তির তারিখ

তারার মেলা ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পিছিয়ে গেল অক্ষয়ের নতুন সিনেমা মুক্তির তারিখ

সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। বক্স অফিসে সফলতার দেখা পাচ্ছেন না অনেক বছর ধরে। প্রতি বছর তার নতুন সিনেমা মুক্তি পেলেও পায় না দর্শকপ্রিয়তা। এরপরও বলিউড নির্মাতাদের পছন্দের তালিকায় থাকেন বি-টাউনের এই খিলাড়ি। সে ধারাবাহিকতায় 'ভূত বাংলা' শিরোনামে আসছে তার নতুন আরও একটি সিনেমা। তবে পিছিয়ে গেছে এর মুক্তির তারিখ। 'ভূত বাংলা' সিনেমাটি ২০২৫ সালে মুক্তির কথা থাকলেও তা আর হচ্ছে না। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে নতুন তারিখ ২৫ সালের পরিবর্তে এটি মুক্তি পাবে ২ এপ্রিল, ২০২৬। সিনেমাটি মুক্তির নতুন তারিখ অক্ষয় নিজেই আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন। এর আগে, ৯ সেপ্টেম্বর অক্ষয়ের ৫৭তম জন্মদিনে ২০২৫ সালে সিনেমাটির মুক্তির কথা জানানো হয়। সিনেমাটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এই নির্মাতার সঙ্গে দীর্ঘ ১৪ বছর পর আবারও জুটি বাঁধলেন এই তারকা।

এই জুটি এর আগে বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে, 'হেরা ফেরি', 'গরম মাসালা', 'ভুল ভুলাইয়া', 'ভাগাম ভাগ' ও 'দে দানা দান'- যা এখনো দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে