গত ২৭ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে বন্যাদুর্গতদের সহায়তার জন্য এক কোটি টাকা অনুদান প্রদান করে রূপায়ণ গ্রম্নপ। সেনাবাহিনীর জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা মেজর জেনারেল মো. জহিরুল ইসলামের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন রূপায়ণ গ্রম্নপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন এবং রূপায়ণ গ্রম্নপের ডিরেক্টর ও রাতুল প্রোপার্টিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রম্নপের উপদেষ্টা এ এস এম শায়খুল ইসলাম ও রূপায়ণ গ্রম্নপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান। সংবাদ বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd