রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

খুলনার ১০০টি স্কুলে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ বিকাশের

  ০৯ আগস্ট ২০২২, ০০:০০
খুলনার ১০০টি স্কুলে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ বিকাশের
খুলনার ১০০টি স্কুলে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ বিকাশের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবার খুলনা বিভাগের ১০০টি স্কুলে চার হাজার কপি গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ করেছে বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশের ৫০০টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এর আগে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্কুলে এই গ্রাফিক নভেল বিতরণ করে বিকাশ।

এরই ধারাবাহিকতায় সোমবার খুলনা শিল্পকলা একাডেমিতে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. জিলস্নুর রহমান চৌধুরী, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.); সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারপার্সন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্ট্রি, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে