সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নাচোল পৌরসভার টিনশেড ঘরটি রাতারাতি উধাও

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৯:২৮
নাচোল পৌরসভার টিনশেড ঘরটি রাতারাতি উধাও
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ড্রেন নির্মান কাজের ঠিকাদার শ্রমিকদের জন্য প্রায় ২ লক্ষ্য টাকায় নির্মিত ৩টি অস্থায়ী টিনশেড ঘর রাতারাতি উধাও হয়ে গেছে।

নাচোল বাজারের রাতের পাহারাদার জহুরুল ইসলাম জানান, রবিবার ১১ মে শেষ রাতে পৌরসভার ৭নং ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌরসভার প্রবেশ রাস্তার দক্ষিনে নির্মিত ৩ টি টিনশেড ঘর ভেঙে নিয়ে গেছেন। বিষয়টি স্থানীয়রা নাচোল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারকে জানালে তিনি অভিযোগ দিতে বলেন।

এ বিষয়ে ৭নং ও ৩ নং ওয়ার্ডের সাবেক কান্সিলর জানান, কাউন্সিলরদের খরচে ড্রেন নির্মান কাজের শ্রমিকদের মালামাল ও তাদের থাকার জন্য ওই তিনটি অস্থায়ী ঘর নির্মান করা হয়েছিল। যেহেতু নির্বাচিত কাউন্সিরগণের আর কোন দায়ভার নেই। তাই তাদের খরচে নির্মিত টিনসেড ঘর ভেঙে নিয়ে গেছেন।

এদিকে পৌর সভার প্রবেশ রাস্তার ড্রেনের পার্শে নয়নজুলিতে নেসকোর ট্র্যান্সফরমার লাগা কাউন্সিলরদের ছুটির দিনে বসার জন্য নির্মিত তৎকালীন মেয়রের পাকা ঘরটি বর্তমানে বিভিন্ন আড্ডাখানায় পরিনত হয়েছে।

পৌর কর্তৃপক্ষকে না জানিয়ে ঠিকাদার শ্রমিকের জন্য নির্মত টিনসেড ঘর রাতারাতি উধাও হওয়ার ঘটনাটি পৌর প্রশাসককে জানাতে গেলে তিনি পৌর নাইট গার্ড ও কর্মচারীদের অভিহিত না করে উল্টো সংবাদদাতাকে অভিযোগ দিতে বলায় পৌর নাগরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে