মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বেতনের বিপরীতে নেওয়া যাবে অগ্রিম আর্থিক সেবা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
বেতনের বিপরীতে নেওয়া যাবে অগ্রিম আর্থিক সেবা

জরুরি প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতনের বিপরীতে অগ্রিম আর্থিক সেবা পেতে বাংলাদেশ ফাইন্যান্স ও এসএম ফিনটেকের সঙ্গে চুক্তি হয়েছে। আর্থিক সেবাটি সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স আর কারিগরি সহযোগিতায় থাকবে এসএম ফিনটেক লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে থাকবে 'মাইনে' নামে অ্যাপভিত্তিক পস্ন্যাটফর্ম।

সোমবার রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে এসএম ফিনটেক; তার নিবন্ধিত সদস্যদের মধ্যে বেতনের বিপরীতে আর্থিক সেবা প্রদান করবে; যা সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স। এই চুক্তির ফলে মাসের যে কোনো সময়ে জরুরি প্রয়োজনে কারও টাকা লাগলে দাদন ব্যবসায়ী বা সুদে কারবারির কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেওয়ার দরকার হবে না; এমনকী সম্মান নষ্ট করে কোনো আত্মীয়ের কাছে টাকা ধারের প্রয়োজনও পড়বে না। তার পরিবর্তে মাসের ঠিক যে কয়দিন কাজ করেছেন তার পারিশ্রমিক অগ্রিম পেয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে