বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
শেয়ারবাজার

উভয় স্টক এক্সচেঞ্জে দরপতন লেনদেনেও স্থবিরতা

ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৮ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৬ দশমিক ৮৪ পয়েন্টে
যাযাদি রিপোর্ট
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পরিমাণও কমেছে। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে সেখানে বেড়েছে লেনদেনের পরিমাণ।

তথ্য মতে, রোববার ডিএসইতে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৮ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৬ দশমিক ৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯টি এবং কমেছে ৮৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৩টির। এদিন ডিএসইতে রূপালী লাইফ ইন্সু্যরেন্সের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রূপালী লাইফ ইন্সু্যরেন্স ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ১৮ কোটি ৮৩ লাখ টাকা, সোনালী পেপার ১৫ কোটি ৩৩ লাখ টাকা, আরডি ফুড ১৪ কোটি ৬৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৩ কোটি ২২ লাখ টাকা, এডিএন টেলিকম ১২ কোটি ৯৯ লাখ টাকা, মেঘনা লাইফ ১২ কোটি ৮৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১২ কোটি ৪৮ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১১ কোটি ১৯ লাখ টাকা এবং আমরা নেটওয়ার্ক ১০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আরডি ফুড, ইউনিলিভার কনজু্যমার কেয়ার, ফাইন ফুডস, ব্যাংক এশিয়া, জেমিনী সি ফুড, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স, সি পার্ল বিচ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, সোনালি পেপার ও আল-হাজ টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেঙ্গল উইন্ডসোর, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, মেঘনা লাইফ ইন্সু্যরেন্স, আইএফআইএল ইসলামি মিউচু্যয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম ও আইএসএন।

অপরদিকে সিএসইতে রোববার লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৪৫টি এবং পরিবর্তন হয়নি ৭৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসসিএক্স ১৬ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসআই ২ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩২২ দশমিক ৮২ পয়েন্টে, ১০ হাজার ৯৮৪ দশমিক ৯৫ পয়েন্টে এবং ১ হাজার ১৫৪ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২০ দশমিক ৮০ পয়েন্টে।

এদিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি ছিল। এদিন সি পার্ল বিচ ১৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ৭০ লাখ টাকা, ওরিয়েন ফার্মা ৬৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ৫২ লাখ টাকা, আরডি ফুড ৪৭ লাখ টাকা, এওএল ৩৬ লাখ টাকা, শাইনপুকুর ৩২ লাখ টাকা, এপেক্স ফুড ২৮ লাখ টাকা, রূপালী লাইফ ২৭ লাখ টাকা এবং এডিএন টেলিকম ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে