বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সনি-স্মার্টের ব্যতিক্রমী আয়োজন

নতুনধারা
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌরসভার নরিমপুরের স্মার্ট একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদেও মেধা ও মনন বিকাশে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামেও পরিচিত।

সম্প্রতি স্মার্ট একাডেমির ৩০ শিক্ষার্থীকে লক্ষ্ণীপুর থেকে ঢাকায় শিক্ষাসফরে নিয়ে এসে জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শনিবার তাদের রাজধানীর উল্টরা স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করানো হয়। এ দিন ভোর ৬টায় লক্ষ্ণীপুরের নরিমপুরের স্মার্ট একাডেমি থেকে একটি স্কুলবাস শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে মেট্রোরেলে চড়ে শিক্ষার্থীরা উত্তরা থেকে আগারগাঁও পৌঁছায়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে। সেখানে গিয়ে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নানা পণ্যের সঙ্গে পরিচিত হয়।

দুপুরের দিকে সনি-স্মার্টের প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেশপ্রেমের দীক্ষা নিতে স্মার্ট একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও একটি দেশাত্মবোধক গানে সুর মেলান স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তারা। এ সময় স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। স্মার্ট টেকনোলজিসের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এরপর সন্ধ্যায় শিক্ষার্থীরা ফিরে যান স্মার্ট একাডেমিতে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে