শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে আব্বাস আলী নামের এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল অনুমান পৌনে ৬টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোনা মোড়ে এ ঘটনা ঘটে।
আব্বাসের স্ত্রী পেশায় একজন ভিক্ষুক এবং তার ভিক্ষাবৃত্তির টাকায় তাদের সংসার চলতো। এতে তার প্রায় ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে মঙ্গলবার রাতের খাওয়া দাওয়া শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে ৫টার দিকে স্বামী-স্ত্রী কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়লে স্থানীয়রা হঠাৎ দেখে ঘরে আগুন জ্বলছে।
মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আসপাশের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে ব্যর্থ হয়। খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলা থেকে দমকল বাহিনী এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ সময় আগুনে টিনের ঘর ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আব্বাস আলী অভিযোগ তুলে বলেন কেউ শত্রুতার করে আমার ঘরে আগুন দিয়ে শেষ সম্বলটুকু কেড়ে নিল।