ঢাকা ব্যাংক লিমিটেড ব্যাংকিং উৎকর্ষের ২৮ বছর পালন করেছে। এই উদযাপন উপলক্ষে ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা এবং সান্ধ্যকালীন মিউজিক্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল হাই সরকার, চেয়ারম্যান; ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আমানুলস্নাহ সরকার, পরিচালক আলতাফ হোসেন সরকার, রেশাদুর রহমান, মো. আমিরুলস্নাহ, রাখী দাস গুপ্ত, স্বতন্ত্র পরিচালক ফিরোজ আহমেদ এবং সাবেক পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান। এছাড়া, এমরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট এবং ব্যাংকের ফ্ল্যাগশিপ শাখাসমূহের ব্যবস্থাপকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের ১৪৩টি শাখা, উপশাখা ও এসএমই সেবা প্রাঙ্গণে পৃথকভাবে কেক কেটে ব্যাংকের ২৮ বছর উদযাপন করে। উলেস্নখ্য, গত ২৮ বছরে ঢাকা ব্যাংক দেশের একটি শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং ধারাবাহিক কর্মদক্ষতা ও উচ্চতর সেবা মানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি