শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের সঙ্গে ডাটা এজের চুক্তি

নতুনধারা
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ইঅঈঐ) এবং নিকাশ অ্যাপিস্নকেশনের কাজে নতুন ঞযধষবং খঁহধ ঝ৭০০ হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (ঐঝগ) কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক এবং ডাটা এজ লিমিটেড। এই সিকিউরিটি সলিউশনটি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আন্তঃব্যাংক ক্লিয়ারিং এবং আর্থিক লেনদেন আরও সহজ করে তুলবে। ২০১০ সালে প্রথম স্বয়ংক্রিয় জাতীয় পেমেন্ট অবকাঠামো হিসেবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ইঅঈঐ) প্রতিষ্ঠিত হয়। বিগত ১৩ বছরে আর্থিক লেনদেনের সময় এবং রিস্ক কমিয়ে, পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমে নিজেদের গুরুত্ব স্থাপন করেছে ইঅঈঐ. ম্যানুয়াল ক্লিয়ারিংয়ের পরিবর্তে একটি ডিজিটাল ক্লিয়ারিং হাউস নির্মাণের মাধ্যমে এই সিস্টেমটি জীবনকে সহজ করে তুলছে। ১৭ আগস্ট ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম এবং ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও ঞযধষবং-এর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন এপিজে ক্লাউড প্রোটেকশন অ্যান্ড লাইসেন্সিং ডিপার্টমেন্টের চ্যানেল সেলস ডিরেক্টর আশেশ থানাওয়ালা এবং চ্যানেল লিড সলিউশনটি আর্কিটেক্ট প্রসূন শ্রীবাস্তব। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে