রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
গভর্নর-বিএসইসি চেয়ারম্যান বৈঠক

পুঁজিবাজারে তারল্য বাড়াতে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক

যাযাদি রিপোর্ট
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
পুঁজিবাজারে তারল্য বাড়াতে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক

বছরের প্রথম দুই দিনই পুঁজিবাজারে দরপতন হয়েছে। ডিসেম্বরের অধিকাংশ কার্যদিবসে দরপতন হয়েছে। এজন্য তারল্য সংকটকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাই পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বৈঠক করেছেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।

বৈঠকে পুঁজিবাজার ও দেশের অর্থনীতির সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময়ে তারা নির্বাচন-পরবর্তী আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বৈঠকে পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কীভাবে অবদান রাখতে পারে সেই বিষয়ে গভর্নরের সহযোগিতা চান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে