শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

র্যানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবির্এলযানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবিএল

  ২৭ জুন ২০২৪, ০০:০০
র্যানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবির্এলযানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবিএল
র্যানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবির্এলযানকন হাব থেকে গাড়ি ক্রয়ে ঋণ দেবে ইবিএল

এম খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই প্রদান, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং হোসেন মাশনুর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা,র্ যানকন কার হাব লিমিটেডের সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনের্ যানকন থেকে রিকন্ডিশনড গাড়ি ক্রয়ে ক্রেতাদের আকর্ষণীয় শর্তে লোন দেবে ইস্টার্ন ব্যাংক। অন্যদের মধ্যে সৈয়দ জুলকার নায়েন, হেড অব বিজনেস, ইবিএল এবং মো. ওবায়দুর রহমান পাটোয়ারী, ব্যবস্থাপক-সেলস অপারেশন,র্ যানকন কার হাব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে