শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় বাজার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে সরঞ্জামাদি বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ মে ২০২৫, ১৯:৫৮
সাতকানিয়ায় বাজার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে সরঞ্জামাদি বিতরণ
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- ডাস্টবিন স্থাপন, ময়লা পরিবহনের জন্য ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, ময়লা পরিষ্কারের সরঞ্জামাদি (ঝাড়ু, বেলচা, বালতি) প্রদান, কেরানিহাট চত্বরের আলোকসজ্জা, যানজট নিরসনে ট্রাফিক ভলান্টিয়ার নিয়োগ এবং তাদের প্রয়োজনীয় পোশাক, বাঁশি, লাঠি ও সরবরাহ। একই সাথে নালা পরিষ্কার ও যাবতীয় ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন পরিষদকে লোক নিয়োগের নির্দেশনা প্রদান করা হয়েছে।

1

পাশাপাশি কেরানীহাটে একটি বাস টার্মিনাল, ওয়াশব্লক, প্রয়োজনীয় নালা, এবং বাজারে শেড নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তৌহিদুল ইসলাম মাসুম, কেরানীরহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনজুর আলম, ইউপি সদস্য মো. মহসিন উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, এসব সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী সমিতির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে