শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

পপুলার লাইফ ইনসু্যরেন্স কোম্পানি লিমিটেডের ২৭৩তম বোর্ড সভায় কবির আহমেদ কোম্পানির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়াও তিনি পপুলার জুট এক্সচেঞ্জ লিঃ, পপুলার জুট মিলস লিঃ, পপুলার ফুড এন্ড অ্যাল্যাইড ইন্ডাস্ট্রিজ কোং লিঃ, তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কোং লিঃ এবং পিপলস ইকু্যইটিস লিঃ (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিপলস ইনসু্যরেন্স কোম্পানি লিঃ, পপুলার ইকু্যইটিস লিঃ এবং কুমিলস্না ফুড এন্ড এল্যাইড ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে