রাজধানীর হাজারীবাগের হাজি জানে আলম কমিউনিটি সেন্টারে শুরু হলো স্বপ্ননিবাসের দুই দিনব্যাপী একক আবাসন মেলা। মেলার উদ্বোধন করেন- স্বপ্ননিবাস এসেটস লি.-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মহিদুর রহমান রাহাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন- পরিচালক মো. নাজমুল করিম। 'ডাউন পেমেন্টের নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্নজয়' শ্লোগানকে সামনে রেখে ২৯টি পস্নটের জন্য অনেক অনেক অফারের সমারোহ। মেলার প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড়। বিজ্ঞপ্তি