বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাবো : শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
  ০৭ মে ২০২৫, ১০:০৫
আপডেট  : ০৭ মে ২০২৫, ১০:১৮
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাবো : শবনম ফারিয়া
শবনম ফারিয়া

নিজের ভালো-খারাপের মুহূর্ত প্রায়ই ভক্তদের কাছে ভাগ করে নেন অভিনেত্রী শবনম ফারিয়া।

সামাজিক মাধ্যমে এসে কখনো ক্যারিয়ার নিয়ে আবার কখনো বিতর্কে জড়িয়ে নানা আলোচনা-সমালোচনার জবাবও দেন অভিনেত্রী। তবে অভিনেত্রী এবার শোনালেন এক আফসোসের গল্প! কারণ, এক বান্ধবীকে বিদায় দিতে যাচ্ছেন তিনি। তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোস।

1

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার সেই বান্ধবীর সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন ফারিয়া। তাতে লেখেন, ‘কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাবো। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনও তা হয়ে ওঠেনি। তার মধ‍্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাস ও দিয়ে ফেলেছে!’

ফারিয়া লেখেন, ‘যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি; সেই অভিমান তার এখনও কমেনি।’

বান্ধবীর নাম উল্লেখ করে ফারিয়া লেখেন, ‘আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে! বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবি গুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয় - ইস,আরেকটু সময় যদি কাটাতে পারতাম।’

সবশেষ অভিনেত্রী লেখেন, ‘এই আফসোস কোনোদিন শেষ হবে না জানি। জানি এটাই জীবন , এটাই এডাল্টহুড!’

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে