শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিলে ১০ লাখ টাকা অনুদান

  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিলে ১০ লাখ টাকা অনুদান
বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিলে ১০ লাখ টাকা অনুদান

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে অসহায় গরিব রোগীদের চিকিৎসার্থে এবং হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ০৩ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উক্ত অনুদানের চেক প্রদান করা হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ. কে. এম একরামুল হোসাইন স্বপনের কাছে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। উক্ত অনুদানের চেক হস্তান্তরকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর), জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে