মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ডিজেডএন লেবেলস লিমিটেডের সঙ্গে তাদের কর্মীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবি'র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় গত ২৮ অক্টোবর ক্যাশ ম্যানেজমেন্ট সেবাবিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হয় যেখানে চুক্তি বিনিময় করেন এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন এবং ডিজেডএন লেবেলস লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার উর বিরার এবং অ্যাডমিনিস্ট্রেশন ও প্রোডাকশন ম্যানেজার নূর মোহাম্মদ। এমটিবি এই অনাড়ম্বর অনুষ্ঠানটি আয়োজন করে। বিজ্ঞপ্তি