দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে 'ইসলামিক কর্নার' স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এরই ধারাবাহিকতায় গতকাল পূবালী ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম করপোরেট শাখায় একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব 'ইসলামিক কর্নার' উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। ঢাকা স্টেডিয়াম করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক আলমগীর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। বিজ্ঞপ্তি