আরও তিনটি নতুন দেশে এসি রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রম্নপ আরএফএল'র সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স। দেশগুলো হলো- কিরিবাতি, বুরকিনা ফাসো ও গ্যাবন। সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল ইলেকট্্রনিক্সের নিজস্ব কারখানা থেকে 'ভিশন' ব্র্যান্ডের এসির চালান তিনটি দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। ২০২২ সালে আফ্রিকার দেশ গিনিতে পাঠানোর মাধ্যমে এসি রপ্তানি শুরু করে আরএফএল। বর্তমানে গিনি, জিবুতি, কঙ্গো, সিয়েরা লিওন, ফিজিসহ বিশ্বের ১০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে ভিশন এসি। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রম্নপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, 'আমাদের লক্ষ্য প্রাণ আরএফএল গ্রম্নপের সব পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ করা। সারা বিশ্বেই এসির ব্যাপক চাহিদা রয়েছে। এ ছাড়া গুণগতমান বজায় রেখে ভিশন এসি কম উৎপাদন খরচের কারণে প্রতিযোগিতামূলক মূল্য অফার করতে সক্ষম, যা বিকল্প খুঁজতে থাকা বৈশ্বিক ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।' বিজ্ঞপ্তি