বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান। বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষে মোহাম্মদ জিয়াউল করিম ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান এবং ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের মহাব্যবস্থাপক আপেল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি