এনসিসি ব্যাংকে 'সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক' ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উলস্না খান, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন, আহমেদ যুবায়ের মাহবুব ও মো. আবু রায়হান উপস্থিত ছিলেন। এ ছাড়াও, অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ শতাধিক নির্বাহী ও কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন। সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ইনচার্জ ও নারী ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি