আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ২৪তম বার্ষিক সাধারণ সভা ৯ নভেম্বর গ্রিন সিটি এজ (৫ম তলা), ৮৯, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্যান্য পরিচালক এবং শেয়ার মালিক ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির ৪৮.৯০ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮২.৭৯ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকরা ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১১০% লভ্যাংশ (অন্তর্বর্তীকালীন ৬০% নগদ ও চূড়ান্ত ৫০% স্টক) অনুমোদন করেন। বিজ্ঞপ্তি